ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফুটবলার রুবেলকে মুক্ত করতে বিনামূল্যে আইনি সহায়তা দেবে আসক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কৃতী ফুটবলার মো. রুবেলকে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে আইনি সহায়তা দিতে এগিয়ে আসছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।    

বৃহস্পতিবার রুবেলের পরিবারকে বিনামূল্যে আইনি সহযোগিতা করতে রুবেলের পরিবারের সাথে যোগাযোগ করেন আসকের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর আবু আহমেদ ফাইজুল কবির ফরিদ।

তিনি জানান, রুবেলকে মুক্ত করতে একটি আইনি প্রক্রিয়ায় এগোতে হবে। নিম্ন আদালত কিংবা উচ্চ আদালতে করতে হতে পারে রিট। আসক থেকে বিনামূল্যে এ কাজটি করতে চান তারা। এদিকে আসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রুবেলের পরিবার।

ফুটবলার রুবেলের জেঠাতো ভাই ফছিউল আলম বলেন, ‘রুবেল মধ্যবিত্ত পরিবারের সন্তান। এজন্য পুলিশ ও বাদী যোগসাজশ করে শুধু নামের একাংশের মিল থাকায় অন্য একজনের স্থলে রুবেলকে হত্যা মামলায় আসামি করেছে। তাকে এরই মধ্যে গ্রেফতারও করা হয়েছে। যথাযথভাবে আইনি সহায়তা পেলে রুবেল মুক্ত হবেন বলে আমরা আশাবাদী।’

আসকের কো-অর্ডিনেটর আবু আহমেদ ফাইজুল কবির ফরিদ গণমাধ্যমকে বলেন, ‘অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা দিই আমরা। রুবেলের বিষয়টি গণমাধ্যমে দেখে নজরে এসেছে। এ ব্যাপারে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সংশ্নিষ্ট আদালত থেকে মামলার যাবতীয় নথি সংগ্রহ করেন অরগানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) ও আসক চট্টগ্রামের প্রোগ্রাম অরগানাইজার মোহাম্মদ আলাউদ্দিন।

উল্লেখ্য, নিরপরাধ রুবেলের মুক্তির দাবিতে গত বুধবার সন্দ্বীপ উপজেলায় ২৪টি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। এতে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি